১. কুরআন আল্লাহর কিতাব :
আল্লাহ তা‘আলা যুগে যুগে মানবতার হেদায়াতের জন্য যেসব কিতাব অবতীর্ণ করেছেন সেগুলোকে আসমানী কিতাব বলা হয়। আলকুরআন হলো সর্বশেষ আসমানী কিতাব, যা বিশ্বমানবতার জন্য অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ তা‘আলা বলেন :
﴿ وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلعَٰلَمِينَ﴾ [الشعراء : ١٩٢]
অর্থ: ‘‘নিশ্চয় এ কুরআন বিশ্ব জাহানের রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে’’ [সূরা আশ-শু‘আরা-১৯২]।
২. কুরআন হলো নুর বা আলো :
অন্ধকারে নিমজ্জিত জাতিকে সত্যিকার আলোর দিকে নিয়ে আসার জন্য আল-কুরআন হলো আলো বা নুর। আল্লাহ তা‘আলা বলেন :
﴿ قَدۡ جَآءَكُم مِّنَ ٱللَّهِ نُورٞ وَكِتَٰبٞ مُّبِينٞ ١٥ يَهۡدِي بِهِ ٱللَّهُ مَنِ ٱتَّبَعَ رِضۡوَٰنَهُۥ سُبُلَ ٱلسَّلَٰمِ وَيُخۡرِجُهُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذۡنِهِۦ وَيَهۡدِيهِمۡ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ١٦ ﴾ [المائدة: ١٥، ١٦]
অর্থ: ‘অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে আলো ও সুস্পষ্ট গ্রন্থ এসেছে। এর মাধ্যমে আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখান, যারা তাঁর সন্তুষ্টির অনুসরণ করে এবং তাঁর অনুমতিতে তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন। আর তাদেরকে সরল পথের দিকে হিদায়াত দেন’ [সূরা মায়িদাহ-১৫,১৬]।
কুরআন শিক্ষার গুরুত্ব
১. কুরআন শিক্ষা ফরয :
প্রত্যেক মুসলিমকে কুরআন পড়া জানতে হবে। যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করবে তাকে অবশ্যই কুরআন শিক্ষা করতে হবে। কুরআন শিক্ষা করা এতো গুরুত্বপূর্ণ বিষয় যে, আল্লাহ তা‘আলা কুরআন শিক্ষা করা ফরয করে দিয়েছেন। আল্লাহ তা‘আলা বলেন:
﴿ ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ ١ ﴾ [العلق: ١]
অর্থ: ‘পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন’ [সূরা আলাক : ১]।
কুরআন শিক্ষায় কোন প্রকার অবহেলা করা যাবে না। উম্মাতকে কুরআন শিক্ষার নির্দেশ দিয়ে ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন,
«تَعَلَّمُوا الْقُرْآنَ ، وَاتْلُوهُ»
অর্থ:‘তোমরা কুরআন শিক্ষা কর এবং তিলাওয়াত কর’ [মুসান্নাফ ইবন আবী শাইবাহ:৮৫৭২]।
২.সালাত আদায়ের জন্য কুরআন শিক্ষা:
আল্লাহ তা‘আলা ঈমানদার বান্দাহদের উপর প্রতিদিন পাচ ওয়াক্ত সালাত ফরয করেছেন। কুরআন তেলাওয়াত ছাড়া সালাত আদায় হয় না। সালাত আদায় করার জন্যও কুরআন শিখতে হবে। কুরআনে বলা হয়েছে,
﴿ فَٱقۡرَءُواْ مَا تَيَسَّرَ مِنَ ٱلۡقُرۡءَانِۚ ﴾ [المزمل: ٢٠]
অর্থ: ‘অতএব তোমরা কুরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়’ [সূরা আল-মুযযাম্মিল: ২০]।
এ বিষয়ে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«لاََ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ».
অর্থ: ‘যে ব্যক্তি সূরা ফাতেহা পড়ে না তার সালাতই হয় না’। [সহীহ বুখারী:৭৫৬]
আল্লাহ তা‘আলা যুগে যুগে মানবতার হেদায়াতের জন্য যেসব কিতাব অবতীর্ণ করেছেন সেগুলোকে আসমানী কিতাব বলা হয়। আলকুরআন হলো সর্বশেষ আসমানী কিতাব, যা বিশ্বমানবতার জন্য অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ তা‘আলা বলেন :
﴿ وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلعَٰلَمِينَ﴾ [الشعراء : ١٩٢]
অর্থ: ‘‘নিশ্চয় এ কুরআন বিশ্ব জাহানের রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে’’ [সূরা আশ-শু‘আরা-১৯২]।
২. কুরআন হলো নুর বা আলো :
অন্ধকারে নিমজ্জিত জাতিকে সত্যিকার আলোর দিকে নিয়ে আসার জন্য আল-কুরআন হলো আলো বা নুর। আল্লাহ তা‘আলা বলেন :
﴿ قَدۡ جَآءَكُم مِّنَ ٱللَّهِ نُورٞ وَكِتَٰبٞ مُّبِينٞ ١٥ يَهۡدِي بِهِ ٱللَّهُ مَنِ ٱتَّبَعَ رِضۡوَٰنَهُۥ سُبُلَ ٱلسَّلَٰمِ وَيُخۡرِجُهُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذۡنِهِۦ وَيَهۡدِيهِمۡ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ١٦ ﴾ [المائدة: ١٥، ١٦]
অর্থ: ‘অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে আলো ও সুস্পষ্ট গ্রন্থ এসেছে। এর মাধ্যমে আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখান, যারা তাঁর সন্তুষ্টির অনুসরণ করে এবং তাঁর অনুমতিতে তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন। আর তাদেরকে সরল পথের দিকে হিদায়াত দেন’ [সূরা মায়িদাহ-১৫,১৬]।
কুরআন শিক্ষার গুরুত্ব
১. কুরআন শিক্ষা ফরয :
প্রত্যেক মুসলিমকে কুরআন পড়া জানতে হবে। যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করবে তাকে অবশ্যই কুরআন শিক্ষা করতে হবে। কুরআন শিক্ষা করা এতো গুরুত্বপূর্ণ বিষয় যে, আল্লাহ তা‘আলা কুরআন শিক্ষা করা ফরয করে দিয়েছেন। আল্লাহ তা‘আলা বলেন:
﴿ ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ ١ ﴾ [العلق: ١]
অর্থ: ‘পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন’ [সূরা আলাক : ১]।
কুরআন শিক্ষায় কোন প্রকার অবহেলা করা যাবে না। উম্মাতকে কুরআন শিক্ষার নির্দেশ দিয়ে ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন,
«تَعَلَّمُوا الْقُرْآنَ ، وَاتْلُوهُ»
অর্থ:‘তোমরা কুরআন শিক্ষা কর এবং তিলাওয়াত কর’ [মুসান্নাফ ইবন আবী শাইবাহ:৮৫৭২]।
২.সালাত আদায়ের জন্য কুরআন শিক্ষা:
আল্লাহ তা‘আলা ঈমানদার বান্দাহদের উপর প্রতিদিন পাচ ওয়াক্ত সালাত ফরয করেছেন। কুরআন তেলাওয়াত ছাড়া সালাত আদায় হয় না। সালাত আদায় করার জন্যও কুরআন শিখতে হবে। কুরআনে বলা হয়েছে,
﴿ فَٱقۡرَءُواْ مَا تَيَسَّرَ مِنَ ٱلۡقُرۡءَانِۚ ﴾ [المزمل: ٢٠]
অর্থ: ‘অতএব তোমরা কুরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়’ [সূরা আল-মুযযাম্মিল: ২০]।
এ বিষয়ে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«لاََ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ».
অর্থ: ‘যে ব্যক্তি সূরা ফাতেহা পড়ে না তার সালাতই হয় না’। [সহীহ বুখারী:৭৫৬]
কুরআন শিক্ষা ও তিলাওয়াতের ফযিলত
১. কুরআন তিলাওয়াত আল্লাহর সাথে একটি লাভজনক ব্যবসা:
কুরআন তিলাওয়াত আল্লাহর সাথে একটি লাভজনক ব্যবসা। বিভিন্ন ব্যবসায় লাভ এবং ক্ষতি দুটিরই সম্ভাবনা থাকে। কিন্তু এখানে লাভ ছাড়া কোন প্রকার ক্ষতির অঙশ নেই। এ বিষয়ে আল্লাহ তা‘আলা বলেন :
﴿ إِنَّ ٱلَّذِينَ يَتۡلُونَ كِتَٰبَ ٱللَّهِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقۡنَٰهُمۡ سِرّٗا وَعَلَانِيَةٗ يَرۡجُونَ تِجَٰرَةٗ لَّن تَبُورَ ٢٩ لِيُوَفِّيَهُمۡ أُجُورَهُمۡ وَيَزِيدَهُم مِّن فَضۡلِهِۦٓۚ إِنَّهُۥ غَفُورٞ شَكُورٞ ٣٠ ﴾ [فاطر: ٢٩، ٣١]
‘‘যারা আল্লাহর কিতাব পাঠ করে, সালাত কায়েম করে, আমার দেয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে এমন ব্যবসার যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কারণ আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিদান দেবেন এবং নিজ অনুগ্রহে আরো অধিক দান করবেন। তিনি ক্ষমাশীল ও দয়াবান।’’ [সূরা ফাতির ২৯-৩০]
২. কুরআন পাঠকারী প্রত্যেক হরফের জন্য সওয়াব লাভ করে:
কুরআন তেলাওয়াতের মাধ্যমে বিরাট সওয়াব অর্জন করার সুযোগ রয়েছে। এর সাথে অনেক উপকারিতাও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لَا أَقُولُ الم حَرْفٌ وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ»
‘‘যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করে, তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি দশটি নেকির সমান। আমি বলি না যে, আলিফ-লাম-মীম একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মীম একটি হরফ।’’ [সুনান আত-তিরমিযি:২৯১০]
৩. কুরআনের শিক্ষার্থী ও শিক্ষক সর্বোত্তম ব্যক্তি:
কুরআন শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখেরাতে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ»
অর্থ: ‘‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কুরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয় ’’ [বুখারী: ৫০২৭]।
৪. কুরআন তিলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে :
কিয়ামতের ভয়াবহ অবস্থায় কুরআন তিলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে।এটা বিরাট সৌভাগ্যের বিষয়। আবু উমামাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
«اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ»
অর্থ:‘তোমরা কুরআন তিলাওয়াত কর, কারণ, কুরআন কেয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে’ [মুসলিম: ১৯১০]।
কুরআন শিক্ষা না করার পরিনতি
১. রাসূলের অভিযোগ পেশ :
কিয়ামতের ভয়াবহ অবস্থায় আল্লাহ তা‘আলার অনুমতিতে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতের জন্য শাফায়াত চাইবেন। কিন্তু যারা কুরআন শিক্ষা করেনি, কুরআনের যেসব হক রয়েছে তা আদায় করেনি, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ পেশ করবেন। কুরআনে এসেছে :
﴿ وَقَالَ ٱلرَّسُولُ يَٰرَبِّ إِنَّ قَوۡمِي ٱتَّخَذُواْ هَٰذَا ٱلۡقُرۡءَانَ مَهۡجُورٗا ٣٠ ﴾ [الفرقان: ٣٠]
অর্থ: ‘আর রাসূল বলবেন, হে আমার রব, নিশ্চয় আমার কওম এ কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে’ [সূরা আল-ফুরকান-৩০] ইবন কাসীর বলেন, কুরআন না পড়া, তা অনুসারে আমল না করা, তা থেকে হেদায়াত গ্রহণ না করা, এ সবই কুরআন পরিত্যাগ করার শামিল।
২. কিয়ামতে অন্ধ হয়ে উঠবে :
যে কুরআন শিখা থেকে থেকে বিমুখ হয়ে থাকল, সে কতইনা দুর্ভাগা! আলকুরআনে এসেছে,
﴿ وَمَنۡ أَعۡرَضَ عَن ذِكۡرِي فَإِنَّ لَهُۥ مَعِيشَةٗ ضَنكٗا وَنَحۡشُرُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ أَعۡمَىٰ ١٢٤ قَالَ رَبِّ لِمَ حَشَرۡتَنِيٓ أَعۡمَىٰ وَقَدۡ كُنتُ بَصِيرٗا ١٢٥ قَالَ كَذَٰلِكَ أَتَتۡكَ ءَايَٰتُنَا فَنَسِيتَهَاۖ وَكَذَٰلِكَ ٱلۡيَوۡمَ تُنسَىٰ ١٢٦ ﴾ [طه: ١٢٤، ١٢٦]
অর্থ: আর যে আমার যিক্র (কুরআন) থেকে মুখ ফিরিয়ে নেবে, নিশচয় তার জীবন-যাপন হবে সংকুচিত এবং আমি কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থয় উঠাবো। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন ? অথচ আমিতো ছিলাম দৃষ্টিশক্তিসম্পন্নণ? তিনি বলবেন, অনুরুপভাবে তোমার নিকট আমার আয়াতসমূহ এসেছিল, অত:পর তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হল’ [সূরা তাহা-১২৪-১২৬]।
অতএব যেসব সূরা ও আয়াত সম্পর্কে অধিক ফযীলত ও বেশি নেকীর কথা বর্ণিত হয়েছে এবং যেগুলো ভালোভাবে শেখা ও বেশি বেশি পড়া দরকার তার মধ্যে রয়েছে, শুক্রবার ফজর নামাজে সূরা আলিফ-লাম-সিজদাহ পড়া, ঘুমানোর আগে সূরা মুলক এবং ফরয নামাজের পর সূরা নাস, সূরা ফালাক ও আয়াতুল কুরসী পড়া। আল্লাহ তা‘আলা পাঠকসহ আমাদের সকলকে কুরআন শিক্ষার তাওফীক দিন। আমীন।
وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين، وآخر دعوانا أن الحمد لله رب العالمين
১. কুরআন তিলাওয়াত আল্লাহর সাথে একটি লাভজনক ব্যবসা:
কুরআন তিলাওয়াত আল্লাহর সাথে একটি লাভজনক ব্যবসা। বিভিন্ন ব্যবসায় লাভ এবং ক্ষতি দুটিরই সম্ভাবনা থাকে। কিন্তু এখানে লাভ ছাড়া কোন প্রকার ক্ষতির অঙশ নেই। এ বিষয়ে আল্লাহ তা‘আলা বলেন :
﴿ إِنَّ ٱلَّذِينَ يَتۡلُونَ كِتَٰبَ ٱللَّهِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقۡنَٰهُمۡ سِرّٗا وَعَلَانِيَةٗ يَرۡجُونَ تِجَٰرَةٗ لَّن تَبُورَ ٢٩ لِيُوَفِّيَهُمۡ أُجُورَهُمۡ وَيَزِيدَهُم مِّن فَضۡلِهِۦٓۚ إِنَّهُۥ غَفُورٞ شَكُورٞ ٣٠ ﴾ [فاطر: ٢٩، ٣١]
‘‘যারা আল্লাহর কিতাব পাঠ করে, সালাত কায়েম করে, আমার দেয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে এমন ব্যবসার যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কারণ আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিদান দেবেন এবং নিজ অনুগ্রহে আরো অধিক দান করবেন। তিনি ক্ষমাশীল ও দয়াবান।’’ [সূরা ফাতির ২৯-৩০]
২. কুরআন পাঠকারী প্রত্যেক হরফের জন্য সওয়াব লাভ করে:
কুরআন তেলাওয়াতের মাধ্যমে বিরাট সওয়াব অর্জন করার সুযোগ রয়েছে। এর সাথে অনেক উপকারিতাও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لَا أَقُولُ الم حَرْفٌ وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ»
‘‘যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করে, তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি দশটি নেকির সমান। আমি বলি না যে, আলিফ-লাম-মীম একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মীম একটি হরফ।’’ [সুনান আত-তিরমিযি:২৯১০]
৩. কুরআনের শিক্ষার্থী ও শিক্ষক সর্বোত্তম ব্যক্তি:
কুরআন শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখেরাতে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ»
অর্থ: ‘‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কুরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয় ’’ [বুখারী: ৫০২৭]।
৪. কুরআন তিলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে :
কিয়ামতের ভয়াবহ অবস্থায় কুরআন তিলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে।এটা বিরাট সৌভাগ্যের বিষয়। আবু উমামাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
«اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ»
অর্থ:‘তোমরা কুরআন তিলাওয়াত কর, কারণ, কুরআন কেয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে’ [মুসলিম: ১৯১০]।
কুরআন শিক্ষা না করার পরিনতি
১. রাসূলের অভিযোগ পেশ :
কিয়ামতের ভয়াবহ অবস্থায় আল্লাহ তা‘আলার অনুমতিতে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতের জন্য শাফায়াত চাইবেন। কিন্তু যারা কুরআন শিক্ষা করেনি, কুরআনের যেসব হক রয়েছে তা আদায় করেনি, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ পেশ করবেন। কুরআনে এসেছে :
﴿ وَقَالَ ٱلرَّسُولُ يَٰرَبِّ إِنَّ قَوۡمِي ٱتَّخَذُواْ هَٰذَا ٱلۡقُرۡءَانَ مَهۡجُورٗا ٣٠ ﴾ [الفرقان: ٣٠]
অর্থ: ‘আর রাসূল বলবেন, হে আমার রব, নিশ্চয় আমার কওম এ কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে’ [সূরা আল-ফুরকান-৩০] ইবন কাসীর বলেন, কুরআন না পড়া, তা অনুসারে আমল না করা, তা থেকে হেদায়াত গ্রহণ না করা, এ সবই কুরআন পরিত্যাগ করার শামিল।
২. কিয়ামতে অন্ধ হয়ে উঠবে :
যে কুরআন শিখা থেকে থেকে বিমুখ হয়ে থাকল, সে কতইনা দুর্ভাগা! আলকুরআনে এসেছে,
﴿ وَمَنۡ أَعۡرَضَ عَن ذِكۡرِي فَإِنَّ لَهُۥ مَعِيشَةٗ ضَنكٗا وَنَحۡشُرُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ أَعۡمَىٰ ١٢٤ قَالَ رَبِّ لِمَ حَشَرۡتَنِيٓ أَعۡمَىٰ وَقَدۡ كُنتُ بَصِيرٗا ١٢٥ قَالَ كَذَٰلِكَ أَتَتۡكَ ءَايَٰتُنَا فَنَسِيتَهَاۖ وَكَذَٰلِكَ ٱلۡيَوۡمَ تُنسَىٰ ١٢٦ ﴾ [طه: ١٢٤، ١٢٦]
অর্থ: আর যে আমার যিক্র (কুরআন) থেকে মুখ ফিরিয়ে নেবে, নিশচয় তার জীবন-যাপন হবে সংকুচিত এবং আমি কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থয় উঠাবো। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন ? অথচ আমিতো ছিলাম দৃষ্টিশক্তিসম্পন্নণ? তিনি বলবেন, অনুরুপভাবে তোমার নিকট আমার আয়াতসমূহ এসেছিল, অত:পর তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হল’ [সূরা তাহা-১২৪-১২৬]।
অতএব যেসব সূরা ও আয়াত সম্পর্কে অধিক ফযীলত ও বেশি নেকীর কথা বর্ণিত হয়েছে এবং যেগুলো ভালোভাবে শেখা ও বেশি বেশি পড়া দরকার তার মধ্যে রয়েছে, শুক্রবার ফজর নামাজে সূরা আলিফ-লাম-সিজদাহ পড়া, ঘুমানোর আগে সূরা মুলক এবং ফরয নামাজের পর সূরা নাস, সূরা ফালাক ও আয়াতুল কুরসী পড়া। আল্লাহ তা‘আলা পাঠকসহ আমাদের সকলকে কুরআন শিক্ষার তাওফীক দিন। আমীন।
وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين، وآخر دعوانا أن الحمد لله رب العالمين
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ১
আরবী শিখতে হলে প্রথমে অবশ্যই আমাদের আরবী অক্ষরগুলো জানতে হবে। তাই প্রথমেই আরবি অক্ষরগুলো খুব তারাতরি শিখে ফেলুন। অক্ষরগুলোর উচ্চারণ কিন্তু দেয়াই আছে।
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ২
আমরা যখন কোনো ভাষার অক্ষরগুলো শিখে যাই তারপরে দরকার হয় অক্ষরগুলোর সাথে যে সব চিহ্ন ব্যবহার হয় ঐগুলা জানা।
আসেন তাহলে আজ আমরা শিখে যাই আরবী অক্ষরের সাথে যে সব চিহ্ন ব্যবহার হয় সেগুলো শিখে ফেলি।
-যবর- যবরের জন্য উচ্চারণ হবে "আ"
-যের- যেররের জন্যে উচ্চারণ হবে "ই"
-পেশ- পেশের জন্যে উচ্চারণ হবে "উ"
-খারা যবর- যবরের মতোই উচ্চারণ হবে "আ". তবে একটু টেনে পড়তে হয়।
-খারা যের- যেররের মতোই উচ্চারণ হবে "ই". তবে একটু টেনে পড়তে হয়।
-উল্টা পেশ- পেশের মতোই উচ্চারণ হবে "উ". তবে একটু টেনে পড়তে হয়।
-সাকিন- এই চিহ্নটা ও একটা অক্ষর দিয়া আরেকটা অক্ষরকে একসাথে করে পড়ার জন্যে ব্যবহার করা হয়। তবে সাকিন সবসময় একাই থাকবে।
-তাশদীদ- এই চিহ্নটা ব্যবহার করা হয় যখন আপনি একটা অক্ষর দিয়া আরেকটা অক্ষরকে একসাথে করে পড়বেন।তবে মনে রাখবেন -তাশদীদ কখনো একা থাকে না। সবসময় আরেকটা চিহ্ন সাথে থাকবেই শুদুমাত্র সাকিন ছাড়া। তাই তাশদীদ দিয়ে যখন কোনো অক্ষরকে মিলিয়ে পরা হয় তখন ওই অক্ষরে দুটি উচ্চারণ হবে।
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ৩
আমরা যখন কোনো ভাষার অক্ষরগুলো শিখে যাই তারপরে দরকার হয় অক্ষরগুলোর সাথে চিহ্ন ব্যবহার জানা।
আসেন তাহলে আজ আমরা শিখে যাই আরবী অক্ষরের কিভাবে যবরের ব্যবহার হয়।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh46gvIxhnaPrOfK8fvh3GQlHXxnXaYTK79bh3F-9xZXi_Eksfs9xkw6wny5SYMQlXaQc7UuqlsXilx3e0vPvewQBDxZWs2X-4a71_nk3X0yhgBG8YU4DTCFsMm64ngIPBIeh8GVdFvFZf5/s1600/Class+%23+4.png)
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ৪
আমরা যখন কোনো ভাষার অক্ষরগুলো শিখে যাই তারপরে দরকার হয় অক্ষরগুলোর সাথে চিহ্ন ব্যবহার জানা।
আসেন তাহলে আজ আমরা শিখে যাই আরবী অক্ষরের কিভাবে যের ব্যবহার হয়।
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ৫
আমরা যখন কোনো ভাষার অক্ষরগুলো শিখে যাই তারপরে দরকার হয় অক্ষরগুলোর সাথে চিহ্ন ব্যবহার জানা।
আসেন তাহলে আজ আমরা শিখে যাই আরবী অক্ষরের কিভাবে পেশ ব্যবহার হয়।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjNEB1DotyWN8dpQ6JCrGeUG7Y_n1SkF_Mtm5iDvezuDGttiiOK2nkjCitqEkERYh02sLBdaIkBDjK1JvYgFDO3k9IgiMVWAlNs1FvhZLXKN3rOd7ga6TfZJ49VWtGd4S7aBjcUao1sV6j/s1600/Class+%23+6.png)
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ৬
আমরা যখন কোনো ভাষার অক্ষরগুলো শিখে যাই তারপরে দরকার হয় অক্ষরগুলোর সাথে চিহ্ন ব্যবহার জানা।
আসেন তাহলে আজ আমরা শিখে যাই আরবী অক্ষরের কিভাবে দুই যবর ব্যবহার হয়।
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ৭
আমরা যখন কোনো ভাষার অক্ষরগুলো শিখে যাই তারপরে দরকার হয় অক্ষরগুলোর সাথে চিহ্ন ব্যবহার জানা।
আসেন তাহলে আজ আমরা শিখে যাই আরবী অক্ষরের কিভাবে দুই যের ব্যবহার হয়।
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ৮
আমরা যখন কোনো ভাষার অক্ষরগুলো শিখে যাই তারপরে দরকার হয় অক্ষরগুলোর সাথে চিহ্ন ব্যবহার জানা।
আসেন তাহলে আজ আমরা শিখে যাই আরবী অক্ষরের কিভাবে দুই পেশ ব্যবহার হয়।
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ৯
আলহামদুলিল্লাহ, আমরা বিগত ৮ পর্বের মাধ্যমে আরবী অক্ষর, চিহ্ন এবং একটি অক্ষরের সাথে চিহ্নের ব্যবহার শিখেছি। আজ আমরা শিখব কিভাবে চিহ্নসহ দুটি অক্ষর বসিয়ে শব্দ তৈরী করতে হয়। যদি ভালো করে করতে না পারেন তাহলে পর্ব- ৩ এর সাহায্য নিন। জায়গার অভাবে সবগুলো শব্দের উচ্চারণ দেয়া হয়নি।
পারেন তাহলে পর্ব- ২ ও ৩ এর সাহায্য নিন। জায়গার অভাবে সবগুলো শব্দের উচ্চারণ দেয়া হয়নি।
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ১০
আলহামদুলিল্লাহ, আমরা বিগত 9 পর্বের মাধ্যমে আরবী অক্ষর, চিহ্ন এবং একটি অক্ষরের সাথে চিহ্নের ব্যবহার শিখেছি। আজ আমরা শিখব কিভাবে দুটি অক্ষর এক সাথে করে শব্দ তৈরী করতে হয়। যদি ভালো করে করতে না পারেন তাহলে পর্ব- ২ ও ৩ এর সাহায্য নিন। জায়গার অভাবে সবগুলো শব্দের উচ্চারণ দেয়া হয়নি।
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ১১
আলহামদুলিল্লাহ, আমরা বিগত 9 পর্বের মাধ্যমে আরবী অক্ষর, চিহ্ন এবং একটি অক্ষরের সাথে চিহ্নের ব্যবহার শিখেছি। আজ আমরা শিখব কিভাবে দুটি অক্ষর এক সাথে করে শব্দ তৈরী করতে হয়। যদি ভালো করে করতে না পারেন তাহলে পর্ব- ২ ও ৩ এর সাহায্য নিন। জায়গার অভাবে সবগুলো শব্দের উচ্চারণ দেয়া হয়নি।
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ১৪
আমরা যখন কোনো ভাষার অক্ষরগুলো শিখে যাই তারপরে দরকার হয় অক্ষরগুলোর সাথে যে সব চিহ্ন ব্যবহার হয় ঐগুলা জানা।
আসেন তাহলে আজ আমরা শিখে যাই আরবী অক্ষরের সাথে যে সব চিহ্ন ব্যবহার হয় সেগুলো শিখে ফেলি।
-যবর- যবরের জন্য উচ্চারণ হবে "আ"
-যের- যেররের জন্যে উচ্চারণ হবে "ই"
-পেশ- পেশের জন্যে উচ্চারণ হবে "উ"
-খারা যবর- যবরের মতোই উচ্চারণ হবে "আ". তবে একটু টেনে পড়তে হয়।
-খারা যের- যেররের মতোই উচ্চারণ হবে "ই". তবে একটু টেনে পড়তে হয়।
-উল্টা পেশ- পেশের মতোই উচ্চারণ হবে "উ". তবে একটু টেনে পড়তে হয়।
-সাকিন- এই চিহ্নটা ও একটা অক্ষর দিয়া আরেকটা অক্ষরকে একসাথে করে পড়ার জন্যে ব্যবহার করা হয়। তবে সাকিন সবসময় একাই থাকবে।
-তাশদীদ- এই চিহ্নটা ব্যবহার করা হয় যখন আপনি একটা অক্ষর দিয়া আরেকটা অক্ষরকে একসাথে করে পড়বেন।তবে মনে রাখবেন -তাশদীদ কখনো একা থাকে না। সবসময় আরেকটা চিহ্ন সাথে থাকবেই শুদুমাত্র সাকিন ছাড়া। তাই তাশদীদ দিয়ে যখন কোনো অক্ষরকে মিলিয়ে পরা হয় তখন ওই অক্ষরে দুটি উচ্চারণ হবে।
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ৩
আমরা যখন কোনো ভাষার অক্ষরগুলো শিখে যাই তারপরে দরকার হয় অক্ষরগুলোর সাথে চিহ্ন ব্যবহার জানা।
আসেন তাহলে আজ আমরা শিখে যাই আরবী অক্ষরের কিভাবে যবরের ব্যবহার হয়।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh46gvIxhnaPrOfK8fvh3GQlHXxnXaYTK79bh3F-9xZXi_Eksfs9xkw6wny5SYMQlXaQc7UuqlsXilx3e0vPvewQBDxZWs2X-4a71_nk3X0yhgBG8YU4DTCFsMm64ngIPBIeh8GVdFvFZf5/s1600/Class+%23+4.png)
আমরা যখন কোনো ভাষার অক্ষরগুলো শিখে যাই তারপরে দরকার হয় অক্ষরগুলোর সাথে চিহ্ন ব্যবহার জানা।
আসেন তাহলে আজ আমরা শিখে যাই আরবী অক্ষরের কিভাবে যের ব্যবহার হয়।
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ৫
আমরা যখন কোনো ভাষার অক্ষরগুলো শিখে যাই তারপরে দরকার হয় অক্ষরগুলোর সাথে চিহ্ন ব্যবহার জানা।
আসেন তাহলে আজ আমরা শিখে যাই আরবী অক্ষরের কিভাবে পেশ ব্যবহার হয়।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjNEB1DotyWN8dpQ6JCrGeUG7Y_n1SkF_Mtm5iDvezuDGttiiOK2nkjCitqEkERYh02sLBdaIkBDjK1JvYgFDO3k9IgiMVWAlNs1FvhZLXKN3rOd7ga6TfZJ49VWtGd4S7aBjcUao1sV6j/s1600/Class+%23+6.png)
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ৬
আমরা যখন কোনো ভাষার অক্ষরগুলো শিখে যাই তারপরে দরকার হয় অক্ষরগুলোর সাথে চিহ্ন ব্যবহার জানা।
আসেন তাহলে আজ আমরা শিখে যাই আরবী অক্ষরের কিভাবে দুই যবর ব্যবহার হয়।
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ৭
আমরা যখন কোনো ভাষার অক্ষরগুলো শিখে যাই তারপরে দরকার হয় অক্ষরগুলোর সাথে চিহ্ন ব্যবহার জানা।
আসেন তাহলে আজ আমরা শিখে যাই আরবী অক্ষরের কিভাবে দুই যের ব্যবহার হয়।
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ৮
আমরা যখন কোনো ভাষার অক্ষরগুলো শিখে যাই তারপরে দরকার হয় অক্ষরগুলোর সাথে চিহ্ন ব্যবহার জানা।
আসেন তাহলে আজ আমরা শিখে যাই আরবী অক্ষরের কিভাবে দুই পেশ ব্যবহার হয়।
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ৯
আলহামদুলিল্লাহ, আমরা বিগত ৮ পর্বের মাধ্যমে আরবী অক্ষর, চিহ্ন এবং একটি অক্ষরের সাথে চিহ্নের ব্যবহার শিখেছি। আজ আমরা শিখব কিভাবে চিহ্নসহ দুটি অক্ষর বসিয়ে শব্দ তৈরী করতে হয়। যদি ভালো করে করতে না পারেন তাহলে পর্ব- ৩ এর সাহায্য নিন। জায়গার অভাবে সবগুলো শব্দের উচ্চারণ দেয়া হয়নি।
পারেন তাহলে পর্ব- ২ ও ৩ এর সাহায্য নিন। জায়গার অভাবে সবগুলো শব্দের উচ্চারণ দেয়া হয়নি।
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ১০
আলহামদুলিল্লাহ, আমরা বিগত 9 পর্বের মাধ্যমে আরবী অক্ষর, চিহ্ন এবং একটি অক্ষরের সাথে চিহ্নের ব্যবহার শিখেছি। আজ আমরা শিখব কিভাবে দুটি অক্ষর এক সাথে করে শব্দ তৈরী করতে হয়। যদি ভালো করে করতে না পারেন তাহলে পর্ব- ২ ও ৩ এর সাহায্য নিন। জায়গার অভাবে সবগুলো শব্দের উচ্চারণ দেয়া হয়নি।
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ১১
আলহামদুলিল্লাহ, আমরা বিগত 9 পর্বের মাধ্যমে আরবী অক্ষর, চিহ্ন এবং একটি অক্ষরের সাথে চিহ্নের ব্যবহার শিখেছি। আজ আমরা শিখব কিভাবে দুটি অক্ষর এক সাথে করে শব্দ তৈরী করতে হয়। যদি ভালো করে করতে না পারেন তাহলে পর্ব- ২ ও ৩ এর সাহায্য নিন। জায়গার অভাবে সবগুলো শব্দের উচ্চারণ দেয়া হয়নি।
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ১2
আলহামদুলিল্লাহ, আমরা বিগত 9 পর্বের মাধ্যমে আরবী অক্ষর, চিহ্ন এবং একটি অক্ষরের সাথে চিহ্নের ব্যবহার শিখেছি। আজ আমরা শিখব কিভাবে দুটি অক্ষর এক সাথে করে শব্দ তৈরী করতে হয়। যদি ভালো করে করতে না পারেন তাহলে পর্ব- ৯, ১০ ও ১১ এর সাহায্য নিন। জায়গার অভাবে সবগুলো শব্দের উচ্চারণ দেয়া হয়নি।
আলহামদুলিল্লাহ, আমরা বিগত 9 পর্বের মাধ্যমে আরবী অক্ষর, চিহ্ন এবং একটি অক্ষরের সাথে চিহ্নের ব্যবহার শিখেছি। আজ আমরা শিখব কিভাবে দুটি অক্ষর এক সাথে করে শব্দ তৈরী করতে হয়। যদি ভালো করে করতে না পারেন তাহলে পর্ব- ৯, ১০ ও ১১ এর সাহায্য নিন। জায়গার অভাবে সবগুলো শব্দের উচ্চারণ দেয়া হয়নি।
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ১৩
আলহামদুলিল্লাহ, আমরা বিগত ৯ পর্বের মাধ্যমে আরবী অক্ষর, চিহ্ন এবং একটি অক্ষরের সাথে চিহ্নের ব্যবহার শিখেছি। আজ আমরা শিখব কিভাবে পাচটি অক্ষর এক সাথে করে শব্দ তৈরী করতে হয়। যদি ভালো করে করতে না পারেন তাহলে পর্ব- ৯, ১০, ১১ ও ১২ এর সাহায্য নিন। জায়গার অভাবে সবগুলো শব্দের উচ্চারণ দেয়া হয়নি।
আলহামদুলিল্লাহ, আমরা বিগত ৯ পর্বের মাধ্যমে আরবী অক্ষর, চিহ্ন এবং একটি অক্ষরের সাথে চিহ্নের ব্যবহার শিখেছি। আজ আমরা শিখব কিভাবে পাচটি অক্ষর এক সাথে করে শব্দ তৈরী করতে হয়। যদি ভালো করে করতে না পারেন তাহলে পর্ব- ৯, ১০, ১১ ও ১২ এর সাহায্য নিন। জায়গার অভাবে সবগুলো শব্দের উচ্চারণ দেয়া হয়নি।
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ১৪
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ১৫
-তাশদীদ- এই চিহ্নটা ব্যবহার করা হয় যখন আপনি একটা অক্ষর দিয়া আরেকটা অক্ষরকে একসাথে করে পড়বেন।তবে মনে রাখবেন তাশদীদ কখনো একা থাকে না। সবসময় আরেকটা চিহ্ন সাথে থাকবেই শুদুমাত্র সাকিন ছাড়া। তাই তাশদীদ দিয়ে যখন কোনো অক্ষরকে মিলিয়ে পরা হয় তখন ওই অক্ষরে দুটি উচ্চারণ হবে।
-তাশদীদ- এই চিহ্নটা ব্যবহার করা হয় যখন আপনি একটা অক্ষর দিয়া আরেকটা অক্ষরকে একসাথে করে পড়বেন।তবে মনে রাখবেন তাশদীদ কখনো একা থাকে না। সবসময় আরেকটা চিহ্ন সাথে থাকবেই শুদুমাত্র সাকিন ছাড়া। তাই তাশদীদ দিয়ে যখন কোনো অক্ষরকে মিলিয়ে পরা হয় তখন ওই অক্ষরে দুটি উচ্চারণ হবে।
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ১৬
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ১৭
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ১৮
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ১৯
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ২০
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ২১
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ২২
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ২৩
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ২৪
আল- কোরআন শিক্ষা কোর্স______/ পর্ব- ২৫ (শেষ পর্ব)
আলহামদুলিল্লাহ, আজকের পর্বটি শেষ পর্ব। আমরা আমাদের ওয়াদা রক্ষা করতে পেরেছি। আমরা বলেছিলাম ২৫টি পর্বের মাধ্যমে আমাদের কুরআন শিক্ষা কোর্সটি শেষ করব। আজ আমাদের এই কোর্স এর সমাপ্তি ঘোষণা করছি।
এই পর্বে আমরা দুয়া শিখব ও করব। আল্লাহর দরবারে দুয়া করব আমার যেন সবাই সহি-সন্দর্ভাবে কুরআন শিক্ষা অর্জন করতে পারি- আমিন।
আলহামদুলিল্লাহ, আমরা খুবই সুন্দরভাবে আমাদের কুরআন শিক্ষার কোর্সটি সম্পন্ন করতে পেরেছি। আমাদের ওয়াদা অনুযায়ী আমরা ২৫টি পর্বের মধ্য দিয়ে এই কোর্সটি সম্পন্ন করেছি। আমাদের মানব জীবনে কুরআন শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের বিশ্বাস আপনারা এই আল- কোরআন শিক্ষা কোর্স হতে অনেকটুকু উপকৃত হয়েছেন।
আমরা মুসলমান হিসেবে আমাদের জীবনে কুরআন শিক্ষা কাহার কোনো উপায় নেই। তাই ভাই-বোনেরা কুরআন শিক্ষা করতে লজ্জাবোধ করবেন না। আর যদি আপনি পড়তে জানেন তাহলে অবস্যই প্রতিদিন কুরআন তিলাওয়াত করবেন।
পরিশেষে, আমরা এই কোর্স করাতে গয়ে যদি কোনো ধরনের ভুল-বেয়াদবি করে থাকি তাহলে আমাদের মাফ করবেন। যদি মনে করেন এই কোর্স হতে আপনারা উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই আমাদের জন্য দুয়া করেবন।
আলহামদুলিল্লাহ, আজকের পর্বটি শেষ পর্ব। আমরা আমাদের ওয়াদা রক্ষা করতে পেরেছি। আমরা বলেছিলাম ২৫টি পর্বের মাধ্যমে আমাদের কুরআন শিক্ষা কোর্সটি শেষ করব। আজ আমাদের এই কোর্স এর সমাপ্তি ঘোষণা করছি।
এই পর্বে আমরা দুয়া শিখব ও করব। আল্লাহর দরবারে দুয়া করব আমার যেন সবাই সহি-সন্দর্ভাবে কুরআন শিক্ষা অর্জন করতে পারি- আমিন।
আলহামদুলিল্লাহ, আমরা খুবই সুন্দরভাবে আমাদের কুরআন শিক্ষার কোর্সটি সম্পন্ন করতে পেরেছি। আমাদের ওয়াদা অনুযায়ী আমরা ২৫টি পর্বের মধ্য দিয়ে এই কোর্সটি সম্পন্ন করেছি। আমাদের মানব জীবনে কুরআন শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের বিশ্বাস আপনারা এই আল- কোরআন শিক্ষা কোর্স হতে অনেকটুকু উপকৃত হয়েছেন।
আমরা মুসলমান হিসেবে আমাদের জীবনে কুরআন শিক্ষা কাহার কোনো উপায় নেই। তাই ভাই-বোনেরা কুরআন শিক্ষা করতে লজ্জাবোধ করবেন না। আর যদি আপনি পড়তে জানেন তাহলে অবস্যই প্রতিদিন কুরআন তিলাওয়াত করবেন।
পরিশেষে, আমরা এই কোর্স করাতে গয়ে যদি কোনো ধরনের ভুল-বেয়াদবি করে থাকি তাহলে আমাদের মাফ করবেন। যদি মনে করেন এই কোর্স হতে আপনারা উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই আমাদের জন্য দুয়া করেবন।
Good materials. Thank you.
ReplyDeleteGood job. Zajhakallah.
ReplyDeleteএসো কোরঅানের পথে!!!!
ReplyDeleteএসো কোরঅানের পথে!!!!
ReplyDeleteআল হামদলিল্লাহ
ReplyDeleteআলহামদুল্লিলাহ অনেক কিছু শিখলা।
ReplyDeleteধ্যনবাদ
ReplyDeleteThanks
ReplyDeleteAllah Mohan apnader mongol koruk. Jannate ucco sthan dan koruk. Allah apnader duniya o Akherate borkot daan koruk.
ReplyDeleteAlhamdrillah
ReplyDeleteTnx for shared and thank u so much.
ReplyDeleteযেগুলার বাংলা উচ্চরণ নাই,সেগুলো শিখতে পারলাম না। সমস্যা হচ্ছে।
ReplyDeleteবাংলা উচ্চরণ দিলে ভালো হতো
ধন্যবাদ স্যার.. ❤
ReplyDeleteঅনেক ধন্যবাদ। মহান আল্লাহ্ উত্তম প্রতিদান দিন
ReplyDeleteঅনেকটা উপকৃত হলাম। মহান আল্লাহ তায়ালা আপনাদের মংগল করুক। আমিন
ReplyDeleteApp Ber korle Valo hoto
ReplyDeleteThank
ReplyDeleteyou
Many many things.
ReplyDeleteআলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে নেক হায়াতদান করুণ
ReplyDeleteআলহামদুলিল্লা, পবিত্র কুরআনুল কারীম যাতে করে সহিহ ভাবে শিখতে পারে আরো নতুন নতুন পদক্ষেপ গ্রহন করুন এতে জাতি উপকৃতহবে।
ReplyDeleteএত সুন্দর ভাবে লিখে আমাদের বুঝানোর জন্য আপনাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা ও ভালবাস।।
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteআলহামদুলিল্লাহ এখান থেকে কোরআন শিক্ষা পুরো পুরি এই অ্যাপস এ করেছি যা সবার উপকারে আসবে।
ReplyDeleteএডমিন এর পরামর্শ ছারাই করেছি তার জন্য খুবি ক্ষমা প্রার্থি আমি।
ইসলামিক ল্যাব ২০২০ অ্যাপস
My Small Web-
Get Tips BD
আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে নেক হায়াতদান করুণ . মহান আল্লাহ্ উত্তম প্রতিদান দিন
ReplyDeleteআলহামদুলিল্লাহ
ReplyDeleteধন্যবাদ
আলহামদুলিল্লাহ
ReplyDeleteএকটু বেশি তাড়া হুড় হয়ে গেছে আর নুতুন দের জন্য নিচে বাংলা লিখা থাকলে ভালো হত
ReplyDeleteমাশাল্লাহ্ অনেক উপকৃত হলাম
ReplyDeleteমাশাল্লাহ অনেক সুন্দর
ReplyDeleteSubhanallah, aponader ei koran sikkha khub sundor 1ta poddhyti manuser k koran sekharnor. Masahallah allah apnader moner sokol sot asa gulo k puron korun... AMEEN.
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteঅনেক অনেক ধন্যবাদ u
ReplyDeleteAlhamdullila
ReplyDeleteAmin
ReplyDeleteআলহামদুলিল্লাহ
ReplyDeleteআলহামদুলিল্লাহ অনেককিছু শিখতে পারলাম💗
ReplyDeletethanks vi
ReplyDeleteআসালামুয়ালাইকুম,৷ অনেক উপকার পেলাম এমন সুন্দর ভাবে কুরআন শিক্ষা তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ
ReplyDeleteআসসালামু আলাইকুম,,, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদের। এতো সুন্দর ভাবে কুরআন শিক্ষা তুলে ধরার জন্য
ReplyDeleteঅনেক উপকার পেলাম এমন সুন্দর ভাবে কুরআন শিক্ষা তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ
ReplyDeleteInsaallah
ReplyDeleteআমিন
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ মুহতারাম।
ReplyDeleteএডমিন কে অনেক ধন্যবাদ
ReplyDeleteHadis Quran হাদীস কোরআন আপনাদের কোর্সটি অনেক ভাল
ReplyDeleteফ্রি Quran শিক্ষা
ReplyDeleteফ্রি Qaida শিক্ষা
ফ্রি Tajweed শিক্ষা আপনাদের কোর্সটি অনেক ভাল